ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

উপদেষ্টা হোক বা রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেওয়া হবে না : সারজিস

কালের সমাজ | নিজস্ব প্রতিনিধি আগস্ট ২৫, ২০২৫, ১২:৩৩ পিএম উপদেষ্টা হোক বা রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেওয়া হবে না : সারজিস

উপদেষ্টা হোক বা রাজনীতিবিদ—জুলাই সনদ বাস্তবায়নে বাধা দিলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

রোববার (২৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “জুলাই সনদের মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়নে যারাই বাধা হয়ে দাঁড়াবে, তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করা হবে। জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তার পরই অন্য কোনো আলাপ শুরু হতে পারে, তার আগে নয়।”

তিনি আরও যোগ করেন, “উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেওয়া হবে না। সাধু সাবধান, কে কী করছেন কিংবা করতে চাইছেন—কিছুই গোপন থাকবে না। শেখ হাসিনা তো জান নিয়ে পালাতে পেরেছেন, কিন্তু আপনারা পারবেন না। জনগণ এতটা সহজ-সরল নয়।”

উল্লেখ্য, গত শনিবার জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে ‘জুলাই জাতীয় সনদ–২০২৫’-এর চূড়ান্ত খসড়া পাঠায়। এ সময় দলগুলোকে ২০ আগস্টের মধ্যে মতামত জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়।

অন্যদিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার নিয়ে কোনো অপশক্তির সঙ্গে আপস করবে না বিএনপি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা অডিটরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে। আমাদের সামনে কঠিন পথ রয়েছে। এজন্য নিজেদের মধ্যে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

নেতাকর্মীদের উদ্দেশে বাবর বলেন, “কেন্দ্র থেকে যে নির্দেশনা দেওয়া হবে, তা মেনে চলতে হবে। নিজেদেরকে ঠিক রাখতে হবে, অন্যায় কাজে জড়াব না, অন্যকেও জড়াতে দেব না। কেউ অন্যায় করলে জানাতে হবে। তারপরও যদি কেউ অন্যায় করে, তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ থাকবে না।”

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!