ঢাকা শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

কালের সমাজ নিজস্ব প্রতিবেদক আগস্ট ২০, ২০২৫, ০৩:৪৭ পিএম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

বিএনপি তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি প্রকাশ করা হয়।

 

ঘোষিত কর্মসূচি অনুযায়ী,

 

৩১ আগস্ট: রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিকেল ২টায় আলোচনা সভা।

১ সেপ্টেম্বর: ভোরে দলীয় পতাকা উত্তোলন, সকাল ১১টায় প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফাতেহা ও শ্রদ্ধা নিবেদন। একইদিন জেলা-মহানগর পর্যায়ে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হবে।

২ সেপ্টেম্বর: নয়াপল্টন থেকে বর্ণাঢ্য র‌্যালি।

৩ সেপ্টেম্বর: উপজেলা ও পৌর পর্যায়ে আলোচনা সভা ও র‌্যালি।

৪ সেপ্টেম্বর: বৃক্ষরোপণ, মাছ অবমুক্তকরণসহ সামাজিক কার্যক্রম।

৫ সেপ্টেম্বর: রাজধানীতে গোলটেবিল বৈঠক।

 

কালের সমাজ/এ. স./ সাএ

 

Side banner
Link copied!