ঢাকা সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

দেশে স্বৈরাচার পুনর্বাসনের চেষ্টা চলছে: তারেক রহমান

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৭, ২০২৫, ০৭:২৬ পিএম দেশে স্বৈরাচার পুনর্বাসনের চেষ্টা চলছে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে স্বৈরাচার পুনর্বাসনের চেষ্টা চলছে। তবে বিএনপি এই ষড়যন্ত্র প্রতিহত করবে।

আজ রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতীয় কবিতা পরিষদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজিত হয়, যেখানে কবি ও লেখকরা বর্তমান পরিস্থিতি নিয়ে তাদের মতামত প্রকাশ করেন। সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান।

তারেক রহমান বলেন, “দেশে স্বৈরাচারের পুনর্বাসনের চেষ্টা চলছে। বিএনপি অবশ্যই এই ষড়যন্ত্র প্রতিহত করবে। দেশে যেন চরমপন্থার উত্থান না ঘটে এবং মৌলবাদীদের অভয়ারণ্য তৈরি না হয়, সে বিষয়ে বিএনপি সতর্ক থাকবে।”

তিনি আরও বলেন, “মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশে জবাবদিহিতার সরকার প্রতিষ্ঠা করা সম্ভব। জনগণই সকল ক্ষমতার উৎস। আর একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই জনগণের কাছে এই ক্ষমতা ফিরিয়ে দেওয়া সম্ভব।”

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!