বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিস্ট সরকার (আওয়ামী লীগ) পতনের আন্দোলনে শহীদদের রক্তগাথা আমাদের রক্তধারায় লেখা আছে। দেশের মানুষ তাদের কাছ থেকে নির্মম ও নিষ্ঠুর আচরণ পেয়েছে। তবুও সেই ফ্যাসিস্টদের মধ্যে অনুশোচনা বা বেদনা নেই, বরং দেখা যায় দাম্ভিকতা ও পরাজয় স্বীকারে অনীহা।
রোববার (১০ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গণঅভ্যুত্থানে আহত, ক্যান্সার আক্রান্ত ও অসহায় অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা প্রদানের লক্ষ্যে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, “আমাদের মুক্তির মন্দিরে সোপানতলে কত প্রাণ বলিদান হয়েছে, তা অশ্রুজলে লেখা আছে। সেই বেদনার ইতিহাস ভবিষ্যতে উপন্যাসে, ধারাবিবরণীতে স্থান পাবে। তখনই স্পষ্ট হবে আওয়ামী লীগ সরকারের নিষ্ঠুরতা। আমাদের দায়িত্ব হবে ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিবাদ জন্ম না নেয়, সেভাবে রাষ্ট্র পরিচালনা করা।”
তিনি আরও বলেন, “রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য প্রথমে মানসিক পরিবর্তন জরুরি—শুধু শাসক শ্রেণির নয়, সাধারণ জনগণেরও। দৃষ্টিভঙ্গি বদলাতে পারলে জনকল্যাণমুখী মানবিক রাষ্ট্র গঠন সম্ভব। সম্মিলিত মানসিক সংস্কারের মধ্য দিয়েই কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠবে।”
অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাহ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক আশরাফ উদ্দিন বকুল, সদস্য জাহিদুল ইসলাম রনি প্রমুখ।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :