ঢাকা সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

রিভারভিউ আইডিয়াল কলেজে এডহক কমিটির সভা ও বৃক্ষরোপণ

কালের সমাজ | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি আগস্ট ১০, ২০২৫, ০৫:১৬ পিএম রিভারভিউ আইডিয়াল কলেজে এডহক কমিটির সভা ও বৃক্ষরোপণ

শিয়ালকোল ইউনিয়নের রিভারভিউ আইডিয়াল কলেজে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ আগস্ট) সকাল সাড়ে দশটায় কলেজের হলরুমে আয়োজিত পরিচিতি সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছাঃ তানজিমা সুলতানা। সভা পরিচালনা করেন প্রভাষক সাইফুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ রুমানা মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি ও কৃষক দলের আহ্বায়ক আলহাজ্ব মোঃ মতিয়ার রহমান আকন্দ।

রিভারভিউ আইডিয়াল কলেজের এডহক কমিটির সভাপতি এস এম কবির উদ্দিন স্বাগত বক্তব্য প্রদান করেন।

সভায় সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তফা নোমান আলাল, সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, শিয়ালকোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ জমাল আকন্দ, শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম টুপা সরকার, সিরাজগঞ্জ জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হাসান মন্ডলসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও এলাকার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিচিতি সভার পর শহিদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়।

কালের সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!