ফটিকছড়ির ঐতিহাসিক মাইজভান্ডার দরবার শরীফে আওলাদে রাসূল (সা.) শায়খুল ইসলাম সৈয়দ মঈনুদ্দিন আহমদ আল হাছানী মাইজভান্ডারীর পবিত্র ওরশ শরীফ উপলক্ষে এক প্রশাসনিক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের মতো এবারও আগামী ২ ভাদ্র (১৭ আগস্ট) ওরশ শরীফ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালনের লক্ষ্যে এ প্রস্তুতিসভার আয়োজন করা হয়।
আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া এবং সৈয়দ মঈনুদ্দিন আহমদ মাইজভান্ডারী ট্রাস্টের যৌথ ব্যবস্থাপনায় গতকাল (বুধবার) মাইজভান্ডার দরবার গাউছিয়া রহমানিয়া মইনীয়া মঞ্জিলের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোজাম্মেল হক চৌধুরী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম এবং ট্রাস্টের মহাসচিব অ্যাডভোকেট কাজী মহসিন চৌধুরী। এতে আরও বক্তব্য রাখেন ফটিকছড়ি প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস. এম. মোরশেদ মুন্না, সাধারণ সম্পাদক আবু এখলাছ ঝিনুক, সাংবাদিক আহমদ আলী চৌধুরী, আব্দুল কুদ্দুস, জনপ্রতিনিধি তৌহিদুল আলম মেম্বার এবং এস্কান্দরসহ প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজপতি, দরবার শরীফের দায়িত্বশীল ও গুণীজনরা।
সভায় ওরশ শরীফ উপলক্ষে আগত দেশ-বিদেশের লাখো ভক্তদের নিরাপত্তা, যানবাহন চলাচল, স্বাস্থ্যসেবা, স্বেচ্ছাসেবক নিয়োগসহ সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ইউএনও মোজাম্মেল হক চৌধুরী বলেন, “ওরশ শরীফ উপলক্ষে আগত ভক্ত-আশেকানদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে।”
কালেরর সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :