ঢাকা বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই দেশে ফিরবেন তারেক রহমান

কালের সমাজ | কালের সজাম ডেস্ক আগস্ট ৭, ২০২৫, ০৮:১৩ পিএম নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই দেশে ফিরবেন তারেক রহমান

নির্বাচনের তফসিল ঘোষণা হলেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান—এমন তথ্য জানিয়েছেন তাঁর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনে একাধিক আসনে প্রার্থী হতে পারেন তারেক রহমান।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান হুমায়ুন কবির।

তিনি বলেন, গত ১৩ জুলাই লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। বৈঠকে আগামী নির্বাচন, সরকার গঠনে বিএনপির অবস্থান এবং দলটির নির্বাচনী রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

হুমায়ুন কবির আরও জানান, বিএনপি দেশ পরিচালনায় কেমন রূপরেখা চায় এবং ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি কী—এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়।

তথ্যসূত্র: সমকাল

কালেরর সমাজ//র.ন

Side banner
Link copied!