ঢাকা বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

মিয়ানমারের সাবেক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ের মৃত্যু

কালের সমাজ | আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ৭, ২০২৫, ১১:৫২ এএম মিয়ানমারের সাবেক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ের মৃত্যু

মিয়ানমারের সাবেক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে আর নেই। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে দেশটির রাজধানী নেপিদোর একটি সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

মিয়ানমারের সামরিক বাহিনীর তথ্য অফিস এক বিবৃতিতে জানায়, মিন্ট সোয়ে দীর্ঘদিন ধরে স্নায়বিক রোগ এবং পেরিফেরাল নিউরোপ্যাথিতে ভুগছিলেন। ২০২৪ সালের জুলাইয়ের শেষদিকে তাঁর শারীরিক অবস্থা গুরুতর হলে তাঁকে নেপিদোর সামরিক হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। সেখানেই অবস্থার অবনতি ঘটে এবং অবশেষে বৃহস্পতিবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।

এর আগেই, ২০২৩ সালের জুলাইয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, অসুস্থতার কারণে মিন্ট সোয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারছিলেন না। এমনকি তাঁর জন্য স্বাভাবিকভাবে খাবার গ্রহণ করাও কঠিন হয়ে পড়েছিল।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর মিন্ট সোয়ে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। সে সময় সেনাবাহিনী নির্বাচিত সরকারপ্রধান অং সান সু চি এবং রাষ্ট্রপতি উইন মিন্টকে গ্রেপ্তার করে ক্ষমতা দখল করে নেয়।

২০২৪ সালে শারীরিক অক্ষমতার কারণে তিনি প্রেসিডেন্ট হিসেবে নিয়মিত দায়িত্ব পালন থেকে সরে দাঁড়ান এবং দায়িত্বভার অস্থায়ীভাবে সামরিক শাসক জেনারেল মিন অং হ্লাইংয়ের হাতে ন্যস্ত করেন।

সূত্র: এপি

কালেরর সমাজ//র.ন

Side banner
Link copied!