ঢাকা বুধবার, ০৬ আগস্ট, ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

সৌদি আরবে মাত্র তিন দিনে ১৭ জনের মৃত্যুদণ্ড

কালের সমাজ | আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ৬, ২০২৫, ০২:০৯ পিএম সৌদি আরবে মাত্র তিন দিনে ১৭ জনের মৃত্যুদণ্ড

সৌদি আরবে মাত্র তিন দিনের ব্যবধানে ১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর ফলে ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট মৃত্যুদণ্ডের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৯ জনে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে দ্রুত মৃত্যুদণ্ড কার্যকরের অন্যতম নজির হিসেবে বিবেচিত হচ্ছে।

সোমবার (৪ আগস্ট) দুই সৌদি নাগরিককে সন্ত্রাসবাদের অভিযোগে ফাঁসি দেওয়া হয়। তার আগের দুই দিনে আরও ১৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এদের অধিকাংশই বিদেশি নাগরিক, যারা মাদক পাচারের অভিযোগে দণ্ডপ্রাপ্ত ছিলেন।

এদের মধ্যে—
১৩ জনের বিরুদ্ধে হাশিশ পাচার
১ জনের বিরুদ্ধে কোকেইন পাচার
বাকিদের বিরুদ্ধে সন্ত্রাস সংশ্লিষ্ট অপরাধের অভিযোগ ছিল।

বর্তমান হারে চলতে থাকলে ২০২৫ সালে মৃত্যুদণ্ডের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ২০২৩ সালের রেকর্ড ৩৩৮ জন মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যাকেও। উল্লেখ্য, এটি ১৯৯০-এর দশক থেকে প্রকাশিত সরকারি পরিসংখ্যানগুলোর মধ্যে সর্বোচ্চ।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আইনি প্রক্রিয়ার সব ধাপ শেষ করেই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দেশের নিরাপত্তা ও মাদক প্রতিরোধে এই শাস্তিগুলোকে অপরিহার্য বলেও ব্যাখ্যা দিয়েছে তারা।

তবে মানবাধিকার সংস্থাগুলো বলছে, শুধুমাত্র মাদকের মতো অপরাধে এত বিপুল সংখ্যক মৃত্যুদণ্ড আন্তর্জাতিক মানবিক মানদণ্ডের পরিপন্থী।
বিশেষ করে বিদেশি নাগরিকদের বিচার ও রায়ের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

বিশ্লেষকদের মতে, ২০২৩ সালে চালু হওয়া সৌদি আরবের ‘মাদকবিরোধী অভিযান’ এই মৃত্যুদণ্ড বৃদ্ধির পেছনে বড় কারণ। অনেক মামলার বিচার এখন শেষ পর্যায়ে পৌঁছেছে, তাই একের পর এক রায় কার্যকর হচ্ছে।

সূত্র: ফ্রান্স ২৪

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!