ঢাকা বুধবার, ০৬ আগস্ট, ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

যশোরে প্রিমিয়ার ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কালের সমাজ | অর্থনীতি ডেস্ক আগস্ট ৬, ২০২৫, ০৫:১৮ পিএম যশোরে প্রিমিয়ার ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র ‘অর্ধবার্ষিক ব্যবসায়িক পর্যালোচনা সভা ২০২৫’ যশোরে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি স্থানীয় আরআরএফ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার সৈয়দ আবুল হাশেম, এফসিএ, এফসিএমএ এবং প্রধান আইনি পরামর্শক মো. আব্দুল মজিদ।

সভায় খুলনা, বরিশাল, ফরিদপুর ও কুষ্টিয়া অঞ্চলের শাখা ব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।

পর্যালোচনা সভায় গত ছয় মাসের ব্যবসায়িক অর্জন বিশ্লেষণ করা হয় এবং গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধির লক্ষ্যে সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা প্রদান নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

ব্যাংকিং কার্যক্রমকে আরও আধুনিক ও গ্রাহকবান্ধব করতে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয় সভায়।

কালের সমাজ//র.ন

Side banner

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!