‘জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। আজ রাজধানীর উত্তরায় প্রস্তাবিত ‘মার্কেন্টাইল ব্যাংক জেনারেল হাসপাতাল’ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মতিউল হাসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন, শামীম আহম্মদ ও অসীম কুমার সাহা, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) শাহ মো. সোহেল খুরশীদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান এবং ভাইস প্রেসিডেন্ট (ভিপি) মো. সালাউদ্দিন খান, মো. শাহ জামাল, আবুল কাশেম মো. ফজলুল হক ও মো. মুকিতুল কবীর।
এ ছাড়া ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারীরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের লক্ষ্যে ব্যাংকটি এই উদ্যোগ গ্রহণ করে বলে জানানো হয়েছে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :