ঢাকা বুধবার, ০৬ আগস্ট, ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

দেশজুড়ে সবুজায়নে “এনসিসি নিসর্গ” কর্মসূচি: নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু

কালের সমাজ | অর্থনীতি ডেস্ক আগস্ট ৬, ২০২৫, ০৫:২৩ পিএম দেশজুড়ে সবুজায়নে “এনসিসি নিসর্গ” কর্মসূচি: নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু

এনসিসি ব্যাংকের ৩২ বছর পূর্তি উপলক্ষে শুরু হয়েছে মাসব্যাপী বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি “এনসিসি নিসর্গ”। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই উদ্যোগে দেশব্যাপী ৫,০০০ এরও বেশি গাছের চারা রোপণ ও বিতরণের পরিকল্পনা নিয়েছে ব্যাংকটি।

“আপনার সাথে সবুজের পথে” এই শ্লোগানকে সামনে রেখে সম্প্রতি ঢাকার কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম. শামসুল আরেফিন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহনাজ বেগম, এনসিসি ব্যাংকের শ্যামলী শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব বিজনেস অ্যান্ড ব্রাঞ্চ মো. জসিম উদ্দিন, হেড অব করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশনস মো. আনোয়ার হোসেন, সহকারী প্রধান শিক্ষক মো. সাইফুল আলম এবং ব্যাংকের শ্যামলী শাখার অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে ৩২টি বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপণের পাশাপাশি প্রায় ১০০ স্কাউট সদস্যের মাঝে চারা বিতরণ করা হয়।

কর্মসূচির আওতায় সারাদেশের ৪০টি স্কুল প্রাঙ্গণে অন্তত ৩২টি করে গাছ রোপণের পাশাপাশি ৫,০০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হবে বলে জানানো হয়।

ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, “পরিবেশ রক্ষায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ‘এনসিসি নিসর্গ’ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দেশের বনভূমির পরিমাণ প্রয়োজনীয় ২৫ শতাংশের তুলনায় অনেক কম। তাই প্রতিটি নাগরিকের উচিত বাড়ির আঙিনা, ছাদ, রাস্তার পাশে বা পতিত জমিতে গাছ লাগানো। এটি যেমন পরিবেশ রক্ষা করবে, তেমনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গঠনে সহায়ক হবে।”

তিনি আরও জানান, সবুজ ও টেকসই অর্থায়নের প্রতি অঙ্গীকারের অংশ হিসেবে পরিবেশবান্ধব প্রকল্পে এনসিসি ব্যাংক সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

“এনসিসি নিসর্গ” শুধুমাত্র একটি বৃক্ষরোপণ কর্মসূচি নয়, এটি একটি পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং আগামী প্রজন্মকে সবুজ ভবিষ্যতের জন্য প্রস্তুত করার আন্দোলন,”– বলেন ব্যাংকের এমডি।

কালের সমাজ//র.ন

Side banner

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!