চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. ইয়াছিন হিরুকে (৪৯) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) রাতে নগরীর কোতোয়ালী থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে কোতোয়ালী এলাকায় অভিযান চালিয়ে মো. ইয়াছিন হিরুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আজ রবিবার (৩ আগস্ট) তাকে আদালতে পাঠানো হয়েছে।”
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২০ অক্টোবর আনোয়ারার কালাবিবি দিঘির মোড়ে বিএনপির একটি মিছিলে হামলার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। এরপর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি প্রকাশ্যে আসেননি বলে জানায় স্থানীয়রা।
স্থানীয় রাজনৈতিক মহলে তার গ্রেপ্তার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দলীয় সূত্রে জানা যায়, ইয়াছিন হিরু দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং একাধিক দফা ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :