ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

৪ ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসীর অবস্থান কর্মসূচি

কালের সমাজ | খুলনা ব্যুরো আগস্ট ৩, ২০২৫, ০৭:২৪ পিএম ৪ ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসীর অবস্থান কর্মসূচি

পাইকগাছায় ৪ ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনের দাবিতে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গড়ইখালী, লস্কর, চাঁদখালী ও আমাদী ইউনিয়নের জলাবদ্ধতা নিরসন এবং বদ্ধ মিনহাজ নদীর পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করার দাবিতে রোববার সকালে উপজেলা পরিষদ সংলগ্ন প্রধান সড়কে এলাকাবাসী এ কর্মসূচির আয়োজন করে।

প্রাক্তন জেলা শিক্ষা অফিসার এ কে এম গোলাম আজমের সভাপতিত্বে ও সাবেক সেনা কর্মকর্তা জিএম আব্দুর রবের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সম রেজাউল করিম। বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষক শামছুর রহমান গাজী, গড়খালী কলেজের অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম সরদার, আবুল কালাম আজাদ, মাওলানা মোজাফফর হোসেন, মোতাহার হোসেন ও আবুল কালাম।

কর্মসূচিতে বক্তারা বলেন দুই উপজেলার ৪ ইউনিয়নের পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম হচ্ছে ঐতিহ্যবাহী মিনহাজ নদী। নদীর একটি মাত্র স্লুইচ গেট এবং বদ্ধ নদীটি ইজারা প্রদান করা হয়েছে।

ফলে চলতি বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থা চরমভাবে বাঁধাগ্রস্ত হচ্ছে এবং  এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর ফলে এলাকার কৃষকরা এখনো  আমন বীজতলা তৈরি করতে পারিনি এবং হাজার হাজার বিঘা জমিতে আমন ফসল উৎপাদন নিয়ে শঙ্কা তৈরী হয়েছে। বক্তারা অবস্থান কর্মসূচির মাধ্যমে দ্রুত জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণে প্রশাসনের কাছে জোর দাবি জানান।

কালের সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!