রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সমাবেশ। ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ শিরোনামে এই কর্মসূচি আজ রোববার বিকেল ৪টায় শুরু হওয়ার কথা থাকলেও তা এক ঘণ্টা পর শুরু হয়।
দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত রয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সমাবেশে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মিছিল নিয়ে নেতা-কর্মীরা যোগ দিয়েছেন। পাশাপাশি ‘জুলাই অভ্যুত্থান’-এ শহীদদের পরিবার ও আহত ব্যক্তিরাও উপস্থিত আছেন।
সমাবেশ থেকে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সমাবেশে নেতারা জানিয়েছেন, ইশতেহারে নাগরিক মর্যাদা, ন্যায়বিচার, শিক্ষা, স্বাস্থ্য ও প্রতিরক্ষা খাতে কাঙ্ক্ষিত পরিবর্তনের দিকনির্দেশনা থাকবে। পাশাপাশি জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নের দাবি এবং শেখ হাসিনাসহ অভিযুক্তদের বিচারের বিষয়ও উঠে আসবে।
জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন বলেন, “গণ-অভ্যুত্থানের পর জন্ম নেওয়া দল এনসিপি দেশের প্রতিটি খাতের মৌলিক সংস্কার ও নতুন বাংলাদেশ গড়ার রূপরেখা জনগণের সামনে উপস্থাপন করবে। নতুন বাংলাদেশের মানেই হচ্ছে— নতুন ভাবনা, নতুন পরিকল্পনা ও বাস্তবায়নের অঙ্গীকার।”
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :