ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

‘এই দেশে ফ্যাসিস্ট হাসিনাকে আর রাজনীতি করতে দেব না’: মির্জা ফখরুল

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ৩, ২০২৫, ০৫:১৪ পিএম ‘এই দেশে ফ্যাসিস্ট হাসিনাকে আর রাজনীতি করতে দেব না’: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “এই দেশে ফ্যাসিস্ট হাসিনাকে আর রাজনীতি করতে দেওয়া হবে না।” তিনি বলেন, “আজ আমাদের শপথ নিতে হবে—এই অবৈধ শাসকের রাজনীতির অবসান ঘটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব।”

রবিবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির সমাবেশে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে মির্জা ফখরুল বলেন, “আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নানা ষড়যন্ত্রে আমাদের বিভক্ত করার চেষ্টা চলছে। আমাদের পাশের দেশে অবস্থান করা শেখ হাসিনা সেখান থেকেই হুমকি দিচ্ছেন, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছেন।”

তিনি বলেন, “শুধু গত বছরের ৩৬ দিনের গণ-আন্দোলন নয়, বিগত ১৬ বছর ধরে আমাদের বহু নেতাকর্মী শহীদ হয়েছেন। তাঁরা প্রাণ দিয়েছেন একটি বাসযোগ্য, ন্যায়ভিত্তিক রাষ্ট্র নির্মাণের স্বপ্নে।”

তার ভাষায়, “আজ তরুণদের মধ্যে নতুন স্বপ্ন দেখা শুরু হয়েছে। নতুন করে বাংলাদেশকে গড়ার সুযোগ তৈরি হয়েছে। সারা দেশ থেকে ছাত্ররা এই সমাবেশে অংশ নিতে এসেছে—এটা যেমন আনন্দের, তেমনি শোকেরও। কারণ গত বছর এই দিনে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছিল।”

সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সঞ্চালনা করেন।
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!