ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

দেশের সব ব্যবস্থা ভেঙে পড়েছে: উপদেষ্টা সাখাওয়াত

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ৩, ২০২৫, ০৫:২০ পিএম দেশের সব ব্যবস্থা ভেঙে পড়েছে: উপদেষ্টা সাখাওয়াত

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, “বাংলাদেশের পুরো কাঠামো ভেঙে পড়েছে। জেলা প্রশাসন থেকে শুরু করে শীর্ষ পর্যায় পর্যন্ত কোনো ব্যবস্থা কার্যকরভাবে কাজ করছে না। এই অবস্থার উন্নয়ন রাতারাতি সম্ভব নয়।”

রোববার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় নাটোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক হস্তান্তর এবং ট্রেড ইউনিয়নের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “পুলিশ ও প্রশাসনিক কাঠামোও কার্যত ভেঙে পড়েছে। পুলিশ দায়িত্ব পালন করছে না, কারণ তাদের কাজ করার কাঠামোটি আর নেই। আইন-শৃঙ্খলা রক্ষা ও প্রশাসন পরিচালনার ক্ষেত্রেও একই চিত্র।”

ব্যবসায়ী ও ঋণখেলাপিদের প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “ব্যবসায়ীরা অভিযোগ করেন সরকার সহায়তা দেয় না। অথচ সরকার তো ইন্ডাস্ট্রি চালায় না, বরং ঋণ দিয়ে সহায়তা করে। বেক্সিমকোর উদাহরণ টেনে তিনি বলেন, একটি ব্যাংক থেকে তারা ২৭ হাজার কোটি টাকা নিয়েছে, সেই টাকার গন্তব্য জানা নেই। কেউ কেউ সেই অর্থ বিদেশে পাচার করে সেখানেই বসবাস করছে, অথচ সাধারণ মানুষ বিদেশে গিয়েও অর্থের অভাবে টিকে থাকতে পারে না।”

তিনি বলেন, “যাদের ধরা হচ্ছে, দেখা যাচ্ছে তারা ৫০০, ৭০০ কিংবা ১,০০০ কোটি টাকার ঋণ নিয়েছে। এসব অনিয়ম রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।”

শ্রমিকদের প্রসঙ্গে সাখাওয়াত বলেন, “শ্রমিকদের কল্যাণে সরকার আন্তরিক। লেবার অ্যাক্ট আন্তর্জাতিক মানে উন্নীত করতে আমরা কাজ করছি। নারী ও লিঙ্গ বৈষম্য দূর করতে আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর করা হয়েছে। বর্তমানে আমাদের শ্রম আইন আইএলও স্ট্যান্ডার্ডের ওপরে রয়েছে।”

তিনি আরও বলেন, “দেশ বর্তমানে শুধু তৈরি পোশাক ও জনশক্তি রপ্তানির ওপর নির্ভরশীল। এই দুই খাতের পাশাপাশি নতুন রপ্তানিমুখী খাত গড়ে তুলতে হবে। শিপ বিল্ডিং খাত সম্ভাবনাময়, এ নিয়ে সরকার কাজ করছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। এছাড়া উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আমজাদ হোসেন, সিভিল সার্জন ডা. মো. আরেফিন সিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল হায়াতসহ স্থানীয় শ্রমিক সংগঠনের নেতারা।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!