ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

নৌ ও বিমানবাহিনীর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ৩, ২০২৫, ০৪:২৪ পিএম নৌ ও বিমানবাহিনীর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

নৌ ও বিমানবাহিনীর পদোন্নতির লক্ষ্যে গঠিত নির্বাচনী পর্ষদের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (৩ আগস্ট) ঢাকার নৌবাহিনী সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে পদোন্নতির প্রক্রিয়ার সূচনা হয়।

পর্ষদের আওতায় নৌবাহিনীতে লেফটেন্যান্ট কমান্ডার থেকে কমান্ডার, কমান্ডার থেকে ক্যাপ্টেন এবং ক্যাপ্টেন থেকে কমডোর পদে এবং বিমানবাহিনীতে স্কোয়াড্রন লিডার থেকে উইং কমান্ডার, উইং কমান্ডার থেকে গ্রুপ ক্যাপ্টেন এবং গ্রুপ ক্যাপ্টেন থেকে এয়ার কমডোর পদে কর্মকর্তাদের পদোন্নতি কার্যক্রম শুরু হবে।

অনুষ্ঠানের শুরুতে সম্প্রতি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, “নৌ ও বিমানবাহিনী দেশের গৌরবময় সম্পদ। শান্তিকালীন সময়ে প্রাকৃতিক দুর্যোগ, মানবিক সহায়তা ও জাতীয় প্রয়োজনে তাদের কার্যকর অংশগ্রহণ প্রশংসনীয়।” তিনি ২০২৪ সালের গণ-অভ্যুত্থান-পরবর্তী নিরাপত্তা সংকটে দুই বাহিনীর ভূমিকার প্রশংসা করে বলেন, “মানুষের পাশে দাঁড়িয়ে তারা আইন-শৃঙ্খলা রক্ষা, উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডে অসাধারণ ভূমিকা রেখেছে। এ কারণে তারা জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করতে পেরেছে।”

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সংবিধানের প্রতি আনুগত্য রেখে বাহিনীগুলো যেকোনো জাতীয় সংকট ও দুর্যোগে জনগণের পাশে থাকবে এবং আর্তমানবতার সেবায় নিজেদের উৎসর্গ করবে।

পদোন্নতি পর্ষদের উদ্দেশে তিনি বলেন, “দেশপ্রেমিক, মেধাবী, পেশাদার এবং নৈতিকভাবে দৃঢ় কর্মকর্তাদেরই নেতৃত্বে আনতে হবে।”

অনুষ্ঠানে নৌ ও বিমানবাহিনীর শীর্ষ কর্মকর্তা ছাড়াও বিভিন্ন সামরিক ও বেসামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে প্রধান উপদেষ্টা নৌ সদর দপ্তরের প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন এবং নৌ ও বিমানবাহিনীসহ বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!