ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

দৌলতপুর আব্দুল বারী চৌধুরী উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

কালের সমাজ | ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি আগস্ট ৩, ২০২৫, ০৭:১৩ পিএম দৌলতপুর আব্দুল বারী চৌধুরী উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ফটিকছড়ির নাজিরহাট পৌরসভাস্থ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দৌলতপুর আব্দুল বারী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান রবিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির এডহক কমিটির সভাপতি ও ধুরুং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম বিএ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন নুর আহমদ ইঞ্জিনিয়ার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা আলহাজ্ব সরওয়ার আলমগীর।

অনুষ্ঠানের উদ্বোধন করেন নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি নাছির উদ্দীন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য একেএম মহিউদ্দিন আজম তালুকদার এবং বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক মাষ্টার মোঃ আলমগীর।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন শিক্ষক মোঃ এনামুল হক রাশেদ ও মোহাম্মদ শাহজাহান।

বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খোরশেদুল আলম, শিক্ষক আব্দুল মোনায়েম, রাখাল চন্দ্র নাথ, বাবু খোকন দাস, জিয়াউল হাসনাত ফরহাদ, মোজাহারুল ইকবাল লাভলু, আবু বক্কর চৌধুরী মঈন, মোনতাসির মামুন ও শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস রাহি।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কালের সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!