ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

সদরপুরে জমি বিরোধে গৃহবধূর উপর হামলা, স্বর্ণালঙ্কার লুট

কালের সমাজ | সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি আগস্ট ৩, ২০২৫, ০৫:৫৮ পিএম সদরপুরে জমি বিরোধে গৃহবধূর উপর হামলা, স্বর্ণালঙ্কার লুট

ফরিদপুরের সদরপুর উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামে পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে এক নারীর ওপর সন্ত্রাসী হামলা, স্বর্ণালঙ্কার লুট, শ্লীলতাহানি ও দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় আলমগীর খন্দকার সদরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, ২ আগস্ট (শনিবার) রাত আনুমানিক ২টার দিকে পূর্ব শ্যামপুরের আঃ রব মিয়ার নেতৃত্বে ১০-১২ জন সংঘবদ্ধভাবে তার মায়ের মালিকানাধীন জমিতে অবৈধভাবে প্রবেশ করে বালু ফেলে দখলের চেষ্টা করে।

এ সময় বাধা দিলে আঃ রব মিয়ার নির্দেশে দেশীয় অস্ত্র দিয়ে আলমগীরের মা আয়শা বেগমের মাথায় কোপ মারলে তার ডান কানের লতি কেটে যায়। তিনি বাম হাত দিয়ে ঠেকানোর সময় কবজিতে গুরুতর জখম হয়। পরে অন্যান্য অভিযুক্তরা লাঠিসোটা দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে এবং গলায় থাকা ৮ আনার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আলমগীরের স্ত্রী মাবিয়া আক্তার এগিয়ে এলে তিনি ও হামলার শিকার হয়। তাকে মাটিতে ফেলে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ করা হয়। তার গলায় থাকা ১২ আনার স্বর্ণের চেইন ও কানের ৪ আনার দুল ছিনিয়ে নেওয়া হয়।

এছাড়া, হামলাকারীরা তাদের দোকানে ঢুকে তালা ভেঙে ক্যাশবক্স থেকে ১০ হাজার টাকা ও মালপত্রসহ প্রায় ৩৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে চলে যায়।

এ সময় স্থানীয় শিউলী বেগম, সুমাইয়া আক্তার, স্বর্ণা আক্তারসহ আশেপাশের কয়েকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে সদরপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায় বলেন অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে।

কালের সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!