ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত, ৫ আগস্ট বিকেলে আনুষ্ঠানিক প্রকাশ

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ৩, ২০২৫, ০৭:৩৬ পিএম জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত, ৫ আগস্ট বিকেলে আনুষ্ঠানিক প্রকাশ

বহুল প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে এই দলিল জাতির সামনে উপস্থাপন করা হবে। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম দায়িত্ব হলো রাষ্ট্রের কাঠামোগত সংস্কার এবং জনগণের দীর্ঘদিনের দাবির প্রতিফলন ঘটানো। এই পরিপ্রেক্ষিতে জুলাই ঘোষণাপত্রকে ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার রূপরেখা হিসেবে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ঘোষণাপত্রে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার, ন্যায্যতা প্রতিষ্ঠা, রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য এবং একটি অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার দিকনির্দেশনা থাকবে বলে সূত্রে জানা গেছে।

আগামী মঙ্গলবার ঘোষণাপত্র প্রকাশের পর তা জনগণের মতামত গ্রহণের জন্য উন্মুক্ত রাখা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে সংশ্লিষ্ট মহল।

কালের সমাজ//র.ন
 

Side banner
Link copied!