ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

মুকসুদপুরে বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

কালের সমাজ | মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি আগস্ট ৩, ২০২৫, ০৬:১৮ পিএম মুকসুদপুরে বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ আগস্ট) বিদ্যালয়ের অধ্যক্ষের কার্যালয়ে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিশির কুমার মণ্ডল।

সভায় বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরীক্ষার সময়সূচি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একইসঙ্গে সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা এবং অভিভাবকদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়েও মতবিনিময় করা হয়।

সভাপতির বক্তব্যে সেলিমুজ্জামান সেলিম বলেন, “এই বিদ্যালয়ের শিক্ষা ও পরিবেশ উন্নয়নে আমরা সবাই মিলে একসাথে কাজ করব। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়তে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।”

সভা শেষে অংশগ্রহণকারী সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

কালের সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!