গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩ আগস্ট) বিদ্যালয়ের অধ্যক্ষের কার্যালয়ে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিশির কুমার মণ্ডল।
সভায় বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরীক্ষার সময়সূচি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একইসঙ্গে সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা এবং অভিভাবকদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়েও মতবিনিময় করা হয়।
সভাপতির বক্তব্যে সেলিমুজ্জামান সেলিম বলেন, “এই বিদ্যালয়ের শিক্ষা ও পরিবেশ উন্নয়নে আমরা সবাই মিলে একসাথে কাজ করব। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়তে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।”
সভা শেষে অংশগ্রহণকারী সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :