তরুণ ভোটারদের উদ্দেশে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, “তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক।”
রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত জাতীয় ছাত্র সমাবেশে ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, দেশের ১৩ কোটি ভোটারের মধ্যে গত দেড় দশকে প্রায় ৪ কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে। কিন্তু এই সময়কালে তাদের অনেকেই ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তোমাদের হারানো ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার একটি বিরাট সুযোগ তৈরি হয়েছে,” বলেন তিনি।
তিনি তরুণদের উদ্দেশে বলেন, “শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্য যা কিছু প্রয়োজন, তা অর্জনে তোমরা নিজেদের প্রস্তুত করবে—এই হোক আজকের প্রতিজ্ঞা।”
সমাবেশে উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীরাও তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে এক কণ্ঠে বলেন, “তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক।”
তারেক রহমান আরও বলেন, “ছাত্রদল ও তরুণ প্রজন্মের প্রতি আমার আহ্বান—এই বার্তাটি সারাদেশে পৌঁছে দাও। যারা নতুন ভোটার, তারা যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারে।”
তিনি বিএনপির স্বাবলম্বী বাংলাদেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে তরুণদের সমর্থন ও সহযোগিতা কামনা করেন এবং বলেন, “পলাতক স্বৈরাচারী সরকারের দেড় দশকের শাসনে যে ৩ কোটি মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে, তাদের অধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :