ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করতে এনসিপির সমাবেশ, চলছে জুলাই আন্দোলনের ভিডিও প্রদর্শন

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ৩, ২০২৫, ০৩:১৭ পিএম নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করতে এনসিপির সমাবেশ, চলছে জুলাই আন্দোলনের ভিডিও প্রদর্শন

নতুন বাংলাদেশের রূপরেখা ঘোষণা করতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (৩ আগস্ট) বিকেল ৪টায় শুরু হওয়া এই সমাবেশ ঘিরে ধীরে ধীরে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা।

সমাবেশস্থল ঘুরে দেখা গেছে, শহীদ মিনারের মূল বেদির দুই পাশে স্থাপন করা হয়েছে বড় দুটি প্রজেক্টর। এছাড়া আরও বেশ কয়েকটি মনিটরেও দেখানো হচ্ছে জুলাই আন্দোলনের নানা গুরুত্বপূর্ণ মুহূর্ত ও ভিডিওচিত্র। তবে নির্ধারিত সময়ের আগেই সাংবাদিকদের উপস্থিতি থাকলেও বিকেল ৪টার আগে পর্যন্ত নেতাকর্মীদের ভিড় তুলনামূলকভাবে ছিল কম।

জয়পুরহাট থেকে আসা এক এনসিপি কর্মী হাসান বলেন, "আজকের দিনটি হবে ঐতিহাসিক। এনসিপি যে ইশতেহার ঘোষণা করবে, তাতেই শুরু হবে নতুন বাংলাদেশের পথচলা। এই ইশতেহারে দেশের সার্বভৌমত্ব এবং জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।"

দলটির একাধিক সূত্র জানিয়েছে, এবারের সমাবেশে ‍‍`নতুন বাংলাদেশ‍‍` কেমন হবে, তার একটি পূর্ণাঙ্গ রূপরেখা তুলে ধরা হবে ২৪ দফা ইশতেহারে। এতে পররাষ্ট্রনীতি, খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যনীতি, অর্থনৈতিক কৌশল, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন, প্রবাসীদের জন্য পরিকল্পনা, নগরায়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (AI) সমসাময়িক নানা বিষয়ের ওপর দলের দৃষ্টিভঙ্গি ও নীতি তুলে ধরা হবে।

সমাবেশের মাধ্যমে দলটি আগামী দিনের জন্য একটি সুসংহত রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!