জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান অভ্যন্তরীণ আন্দোলনের প্রেক্ষাপটে কর অঞ্চল-২, ঢাকার কর পরিদর্শক (গ্রেড-১০) লোকমান আহমেদকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
রবিবার (৩ আগস্ট) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণ করায় লোকমান আহমেদকে প্রচলিত বিধি অনুযায়ী বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তিনি যথারীতি সব অবসর সুবিধা প্রাপ্ত হবেন।
এনবিআরের একাধিক সূত্র জানিয়েছে, চলমান আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন লোকমান আহমেদ। আন্দোলনের কারণে এর আগে আরও কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকেও বরখাস্ত অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এনবিআরের অভ্যন্তরে চলমান অস্থিরতা ও শৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :