ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপি গ্যাসের দাম ৯১ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম অনুযায়ী, এখন ১২ কেজির সিলিন্ডার বিক্রি হবে ১ হাজার ২৭৩ টাকায়। রোববার (৩ আগস্ট) বিইআরসি এ সিদ্ধান্ত জানায়। নতুন এ দাম একই দিন সন্ধ্যা থেকে কার্যকর হবে।
এছাড়া অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৮ টাকা ২৮ পয়সা।
এর আগে, ২ জুলাই ১২ কেজি এলপি গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৩৬৪ টাকা এবং ২৩ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমানো হয়। তখন প্রতি লিটার অটোগ্যাসের দাম নির্ধারিত হয়েছিল ৬২ টাকা ৪৬ পয়সা।
গত কয়েক মাসে একাধিকবার এলপি গ্যাসের মূল্য সমন্বয় করেছে বিইআরসি। জুন মাসে ১২ কেজির দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৩১ টাকা থেকে ১ হাজার ৪০৩ টাকা নির্ধারণ করা হয়। ওই সময় অটোগ্যাসের দামও ১ টাকা ২৭ পয়সা কমিয়ে লিটারপ্রতি ৬৪ টাকা ৩০ পয়সা করা হয়।
মে মাসে ১২ কেজি গ্যাসের দাম ১৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ হাজার ৪৩১ টাকা। তবে এপ্রিল মাসে গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হয়। তার আগের মাস, মার্চে ২৮ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৪৫০ টাকা, আর ফেব্রুয়ারিতে ১৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৮ টাকা করা হয়েছিল।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দাম কমার প্রভাবেই অভ্যন্তরীণ বাজারে এই মূল্য সমন্বয় করা হয়েছে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :