বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের সাকরাল গ্রামের যুবক মো. বনি আমিনকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ আগস্ট) বিকেল ৫টায় সাকরাল মডেল বাজারে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন এইচ এম ফয়েজ। বক্তব্য রাখেন ডি এম আল আমিন, মুজাম্মেল চৌকিদার, গ্রেফতারকৃত মশিউর রহমানের বোন খাদিজা বেগম, সবুজ ঢালী, এইচ এম সিহাব, খোকন খান, তসলিম হাওলাদার ও ফিরোজসহ আরও অনেকে।
বক্তারা বলেন, সাকরাল গ্রামের মশিউর রহমান হাওলাদার প্রায় ১৬ বছর আগে একই গ্রামের ফাতিমা আক্তার সুমাকে সামাজিকভাবে বিয়ে করেন। তাদের দুটি পুত্রসন্তান রয়েছে। কিন্তু ২০২৩ সালের মাঝামাঝি সময়ে বরিশাল রুপাতলী হাউজিং এলাকার মৃত মামুন হাওলাদারের মেয়ে মারিয়া আক্তারের সঙ্গে সম্পর্ক তৈরি হয়। পরে মারিয়া বিয়ের মাধ্যমে মশিউরের জীবনে প্রবেশ করেন এবং অল্প সময়ের মধ্যে মশিউরের পরিবার থেকে বিভিন্ন অজুহাতে প্রায় ১৮ লাখ টাকা আদায় করেন।
বক্তারা অভিযোগ করেন, প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের পর ২০২৩ সালের ২৮ ডিসেম্বর সালিশের মাধ্যমে মারিয়া খোলা তালাক নেন এবং ২ লাখ ৫০ হাজার টাকা গ্রহণ করেন। এর কিছুদিন পর, প্রতিশোধমূলকভাবে মারিয়া আক্তার তার মা মনুজা বেগম ও ভাই মাইনুল ইসলামকে নিয়ে ২০২৫ সালের ২৮ জুন বন্দর থানায় অপহরণ, এসিড হামলা ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ এনে একটি জিআর মামলা (নম্বর: ৭৩/২৫) করেন।
ওই মামলায় মশিউর রহমান, তার ভাই মিজানুর রহমান এবং নিরপরাধ বনি আমিনকে আসামি করা হয় এবং বনি আমিনকে গ্রেফতার করা হয়।
স্থানীয় বাসিন্দারা এ ঘটনাকে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক ও ভিত্তিহীন দাবি করে প্রশাসনের কাছে বনি আমিনের নিঃশর্ত মুক্তি ও মামলার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :