ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

জুলাইয়ে প্রবাসীদের রেমিট্যান্সে সুখবর, এসেছে ৩০ হাজার কোটি টাকার বেশি

কালের সমাজ | অর্থনীতি ডেস্ক আগস্ট ৩, ২০২৫, ০৬:৫২ পিএম জুলাইয়ে প্রবাসীদের রেমিট্যান্সে সুখবর, এসেছে ৩০ হাজার কোটি টাকার বেশি

নতুন অর্থবছরের শুরুতেই রেমিট্যান্স প্রবাহে বড় সুখবর পেল বাংলাদেশ। সদ্য সমাপ্ত জুলাই মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২৪৮ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার ২৩০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

রোববার (৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ২৯ দশমিক ৪৮ শতাংশ। ২০২৪ সালের জুলাইয়ে দেশে এসেছিল ১৯১ কোটি ডলার।

গত বছর রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে প্রবাসীদের একটি অংশ সামাজিক মাধ্যমে আহ্বান জানিয়ে রেমিট্যান্স কমিয়ে দিয়েছিলেন। তবে চলতি বছর রাজনৈতিক পরিবর্তনের পর সেই প্রবাহে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে পাঠানো রেমিট্যান্স সরাসরি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করছে। হুন্ডি প্রতিরোধে সরকারের কার্যকর পদক্ষেপ, রেমিট্যান্সে ২.৫ শতাংশ প্রণোদনা এবং ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন—এই তিনটি কারণে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা তৈরি হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

এর আগে গত জুন মাসেও প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২৮২ কোটি মার্কিন ডলার, যা তার আগের বছরের জুনের তুলনায় প্রায় ১১ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে দেশে এসেছে সর্বোচ্চ রেমিট্যান্স—৩০ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থবছর ২০২৩-২৪ সালে এ অংক ছিল ২৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। অর্থাৎ বছর ব্যবধানে প্রবৃদ্ধি প্রায় ২৭ শতাংশ।

বিশেষজ্ঞরা বলছেন, প্রবাসী আয়ের এই ঊর্ধ্বমুখী ধারা দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ডলারের জোগানেও স্বস্তি দিচ্ছে এই রেমিট্যান্স প্রবাহ।

কালের সমাজ//র.ন

Side banner

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!