ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

নিয়ম-নীতি মেনে ৮৬৪ কর্মকর্তার চাকরি নিয়মিত করল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ৩, ২০২৫, ০৩:০২ পিএম নিয়ম-নীতি মেনে ৮৬৪ কর্মকর্তার চাকরি নিয়মিত করল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি স্বচ্ছতা, মেধা ও আইনের ভিত্তিতে পরিচালিত একটি পূর্ণাঙ্গ মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে ৮৬৪ জন কর্মকর্তার চাকরি নিয়মিত করেছে। ব্যাংকের ভেতর ও বাইরের অডিট রিপোর্ট এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর সুপারিশের ভিত্তিতে এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

ব্যাংক জানায়, ২০২১ সাল থেকে নিয়োগ প্রক্রিয়ায় কিছু অনিয়মের অভিযোগ ওঠায় সুশাসন নিশ্চিত করতে একটি নিরপেক্ষ যাচাই-বাছাই চালানো হয়। এই মূল্যায়নে অংশ নেন মোট ১,৪১৪ জন কর্মকর্তা। প্রক্রিয়াটি সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ), যা মেধা যাচাইয়ের একটি নির্ভরযোগ্য ও স্বীকৃত প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত।

মূল্যায়নের ভিত্তিতে যারা নির্ধারিত মান অর্জন করেছেন, তাদের চাকরি নিয়মিত করে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তারা ইতোমধ্যে নিজ নিজ দায়িত্বে কাজ শুরু করেছেন। অন্যদিকে, ৫৪৭ জন কর্মকর্তা মূল্যায়নে উত্তীর্ণ হতে না পারায় বাংলাদেশ শ্রম আইন ও ব্যাংকের চাকরি বিধির আলোকে সম্মানজনক ও মানবিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। এদের সবাইকে অভিজ্ঞতা সনদ, ছাড়পত্র এবং সব ধরনের প্রাপ্য আর্থিক সুবিধা যথাযথভাবে প্রদান করা হয়েছে।

এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, একটি স্বচ্ছ ও ন্যায্য প্রক্রিয়াকে কেন্দ্র করে কিছু প্রাক্তন কর্মকর্তা ও বহিরাগত গোষ্ঠী উদ্দেশ্যমূলকভাবে অস্থিরতা তৈরি করছে। তারা ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রবেশপথ বন্ধ করে দিয়ে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম ব্যাহত করছে, যা দেশের ব্যাংকিং খাত এবং সামগ্রিক অর্থনীতির জন্য নেতিবাচক প্রভাব ফেলছে।

ব্যাংক এক বিবৃতিতে বলেছে, “আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক একটি মানবিক ও আইনসম্মত প্রতিষ্ঠান। আমরা সবসময় শ্রম আইন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল। ব্যাংক বিশ্বাস করে—প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা, স্বচ্ছতা ও আইনের শাসন শুধু আমাদের প্রতিষ্ঠানের নয়, বরং জাতীয় স্বার্থেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তিতে এই উদ্যোগের মাধ্যমে ব্যাংক আরও একবার জবাবদিহি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে নিজেদের প্রতিশ্রুতি তুলে ধরেছে।

এদিকে, গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি ব্যাংকের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, তারা যেন এই প্রক্রিয়াকে যথাযথভাবে বুঝে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের ব্যাংকিং খাতের স্বচ্ছতা ও স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা রাখেন।

কালের সমাজ//র.ন

Side banner

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!