ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

শ্রীপুরে দাফনের দুই মাস ২৩ দিন পর কবর থেকে বৃদ্ধ মফিজ উদ্দিনের লাশ উত্তোলন

কালের সমাজ | কায়সার আহমেদ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি আগস্ট ৩, ২০২৫, ০৪:৩৩ পিএম শ্রীপুরে দাফনের দুই মাস ২৩ দিন পর কবর থেকে বৃদ্ধ মফিজ উদ্দিনের লাশ উত্তোলন

দাফনের দুই মাস ২৩ দিন পর আদালতের নির্দেশে বৃদ্ধ মফিজ উদ্দিনের (৭২) লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রবিবার (৩ আগস্ট) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিন বারতোপা গ্রামের পারিবারিক কবর থেকে বৃদ্ধের লাশ উত্তোলন করা হয়। মরদেহ তোলার সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাহর শাকিল এবং শ্রীপুর থানা পুলিশ।

নিহত মফিজ উদ্দিন ওই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। জমি সংক্রান্ত বিরোধের জেরে চলতি বছরের ১১ মে বিকেলে প্রতিপক্ষ একই গ্রামের মৃত এখলাস উদ্দিনের ছেলে আজাহার সিকদার, এহাসন সিকদার, আব্দুল কাদির সিকদার, শাহ আলমসহ তাদের সহযোগীরা বৃদ্ধের বাড়ীতে গিয়ে তাকে মারধর করে। পরে স্বজনেরা তাকে মাওনা চৌরাস্তা নোভা হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধকে মৃত ঘোষনা করেন। পরদিন ১২ মে ময়নাতদন্ত ছাড়াই লাশ পারিবারিক কবরস্থানে দাফন করে স্বজনেরা।

এ ঘটনায় নিহতের পুত্রবধূ পারভীন আক্তার প্রতিপক্ষ ও তাদের সহযোগীদেরকে আসামী করে ৯জনের নাম উল্লেখসহ গাজীপুর আদালতে মামলা দায়ের করে। ওই মামলায় বাদী তার শ^শুরকে মারধর করে হত্যার অভিযোগ আনে। পরে আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ বৃদ্ধ মফিজ উদ্দিনের লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

কালের সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!