ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

সুন্দরবন বন বিভাগের অভিযানে কাঁকড়া সহ ২ জন আটক

কালের সমাজ | এইচ এম লিটন, কয়রা (খুলনা) প্রতিনিধি আগস্ট ৩, ২০২৫, ০৫:০৩ পিএম সুন্দরবন বন বিভাগের অভিযানে কাঁকড়া সহ  ২ জন আটক

সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ নলিয়ান স্টেশনের বন রক্ষীরা অভিযান চালিয়ে প্রবেশ নিষিদ্ধ সময়ে কাঁকড়া ধরার অপরাধে ২ জেলেকে আটক করেছে। এ সময় তাদের নিকট হতে নৌকা সহ কাঁকড়া ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়।

শনিবার (২ আগস্ট)  রাত ১১ টার দিকে নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ সমশের আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে ভুতুমমারী চর এলাকা হতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন কয়রা উপজেলার বেদকাশি গ্রামের আনছার আলী ও ইবাদুল হক। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মোঃ শামীম রেজা মিটু বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।  

আটক জেলেদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

কালের সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!