চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা পুলিশের সাঁড়াশি অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে তিন সদস্যের একটি ডাকাত দলকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ধারালো অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম।
পাহাড়তলী থানার এসআই জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ২৭ জুলাই রাত ১১টা ৪৫ মিনিটে থানাধীন হাজী ক্যাম্প এলাকায় অভিযান চালায়। ইমাম প্রশিক্ষণ বিল্ডিংয়ের উত্তর পাশে একটি পরিত্যক্ত স্থানে অবস্থানরত ডাকাত দলের সদস্যদের ঘিরে ফেলেন অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যরা। এ সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, মো. ইমন (২০), পিতা মো. সিরাজ, মাতা নিলুফা বেগম; স্থায়ী ঠিকানা: বসুপাড়া, চৌদ্দগ্রাম, কুমিল্লা; বর্তমান ঠিকানা: সাগরিকা পাঠানপাড়া, পাহাড়তলী, চট্টগ্রাম। মো. মামুন খন্দকার (১৯), পিতা জাকির হোসেন, মাতা রিনা বেগম; স্থায়ী ঠিকানা: সাদুল্যাপুর, গাইবান্ধা; বর্তমান: মুরগি ফার্ম এলাকার মাছ বাজার সংলগ্ন, পাহাড়তলী, চট্টগ্রাম। মো. ফয়সাল (৩০), পিতা মৃত শাকিল, দ্বিতীয় পিতা ওয়াহিদুর রহমান, মাতা জাহানারা বেগম ওরফে জানু বেগম; ঠিকানা: পূর্ব ফিরোজশাহ কলোনি, আকবরশাহ, চট্টগ্রাম।
তাদের হেফাজত থেকে ৩টি ধারালো টিপ ছোরা, ১টি লোহার হাতুরি এবং ২টি লোহার রড উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় ডাকাত দলের আরও কিছু সদস্য অন্ধকারে কৌশলে পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাহাড়তলী থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে একটি মামলা (এফআইআর নং-২৪, তারিখ: ২৮ জুলাই ২০২৫, জি.আর. নং-১৪৮/২৫) দায়ের করে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারা উল্লেখ করা হয়েছে।
পাহাড়তলী থানা সূত্রে জানা যায়, এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে এবং এলাকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা সচেষ্ট।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :