ঢাকা বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

চট্টগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষা বোর্ডের গেইট ভেঙ্গে ভিতরে প্রবেশ, সড়কে যানজট

কালের সমাজ | চট্টগ্রাম ব্যুরো জুলাই ২২, ২০২৫, ০৮:২১ পিএম চট্টগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষা বোর্ডের গেইট ভেঙ্গে ভিতরে প্রবেশ, সড়কে যানজট

এইচএসসি পরীক্ষার হঠাৎ স্থগিতাদেশ ও সাম্প্রতিক একটি বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে চট্টগ্রামে উত্তাল হয়ে উঠেছে শিক্ষার্থীদের বিক্ষোভ। 

 

সোমবার (২২ জুলাই) দুপুর আড়াইটার দিকে মুরাদপুর-ষোলশহর এলাকার চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে শতাধিক শিক্ষার্থীরা এই বিক্ষোভ প্রদর্শন করেন। একপর্যায়ে তা উত্তেজনায় রূপ নেয়।


বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি. আর. আবরার) এবং শিক্ষা সচিব সিদ্দিক জুবায়েরের পদত্যাগ দাবি করেন। বোর্ডের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে তারা “ভুয়া, ভুয়া”, “দায়িত্বহীনতা চলবে না”, “শিক্ষার নামে প্রহসন চলবে না” ইত্যাদি স্লোগান দিতে থাকেন।


শিক্ষার্থীদের একাংশ পরে মুরাদপুর সড়কে বাঁশ ও অন্যান্য প্রতিবন্ধক বসিয়ে আংশিক অবরোধ সৃষ্টি করে। এতে নগরীর গুরুত্বপূর্ণ রুটে দীর্ঘ যানজট দেখা দেয় এবং চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে যান চলাচল প্রায় অচল হয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টার পরও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় ও উত্তেজনা বাড়তে থাকে।


চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার মো. আরিফ হোসেন বলেন, পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়। শিক্ষা সচিবের অপসারণের খবর শুনার পর পুলিশের ব্যাপক উপস্থিতিতে পরিস্থিতি মোটামুটি শান্ত হয়।


আন্দোলনের একপর্যায়ে উত্তেজনা আরও বাড়ে যখন কিছু শিক্ষার্থী বোর্ডের প্রধান গেইট ভেঙে ভিতরে প্রবেশ করে। তারা ভেতরে ঢুকে শিক্ষাব্যবস্থার আমূল সংস্কারের দাবিতে স্লোগান দিতে থাকে।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বিক্ষোভে কিছু যুবলীগ ও ছাত্রলীগের কর্মী অনুপ্রবেশ করে পরিস্থিতিকে আরও উসকে দেয়। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে উচ্ছৃঙ্খলতা যোগ হয়ে গেলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


বিক্ষোভের প্রেক্ষাপটে শিক্ষার্থীরা বলেন, ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর বিমান দুর্ঘটনায় মৃত্যুর পর গভীর রাতে পরীক্ষা স্থগিতের ঘোষণা শিক্ষার্থীদের প্রতি চরম অবহেলার বহিঃপ্রকাশ। তারা বলেন, মানবিকতা বিবেচনা না করে পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে তাদের মানসিক অবস্থা আরও বিপর্যস্ত হয়েছে।


শিক্ষার্থীদের দাবি—পরীক্ষা স্থগিতের যথাযথ কারণ ব্যাখ্যা, সময়মতো ঘোষণা প্রদান, শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের সঙ্গে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে।


কালের সমাজ//এসং.র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!