সাতক্ষীরার তালা উপজেলার পল্লীতে পারিবারিক বিরোধের জেরে হাবিবুর মোড়ল (৩০) নামে এক মাদকাসক্ত যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২১ জুলাই) রাত ৯ টার দিকে উপজেলারর আটারই গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্ত্রী ও মাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছে পুলিশ। নিহত যুবক একই এলাকার মৃত আব্দুল্লাহ মোড়লের ছেলে। সে পেশায় ভ্যানচালক বলে জানা গেছে ।
নিহতের প্রতিবেশীরা জানায়, হাবিবুর রহমান মাদকাসক্ত ছিলেন। সে প্রায় নানা কারণে পরিবারের সদস্যের সঙ্গে ঝগড়া বিবাদ করতো।ঘটনার দিন রাতে মোটর সাইকেল কিনে দেওয়ার দাবি করলে বিরোধের সুত্রপাত ঘটে। এক পর্যায়ে তার স্ত্রী শান্তা খাতুন ও মা পারুল বেগমের সঙ্গে মারামারিতে জড়ায় সে । ওই সময় ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হলে পরে তার মা ও স্ত্রী তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুদ্দীন জানান, নিহতের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।নিহতের শরীরে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে।
সাতক্ষীরা সহকারী পুলিশ সুপার( তালা সার্কেল ) হাসানুর রহমান খান জানান, এঘটনায় মা পারুল বেগমকে আটক করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে ।
কালের সমাজ//এসং.র.ন
আপনার মতামত লিখুন :