পারিবারিক কলহের ব্যাক্তিগত আক্রোশ থেকেই ময়মনসিংহের ভালুকার টিএনটি রোড এলাকার একটি ভাড়া বাড়িতে ভাবী ময়না বেগম(২৫),ভাতিজী রাইসা(৬) ও ভাতিজা নিরব(২)কে গভীর ঘুমে দা দিয়ে গলা কেঁটে হত্যা করেছে দেবর নজরুল ইসলাম।
(১৬ জুলাই) বুধবার সকালে এক প্রেস ব্রিফিং এ ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন গতকাল রাতে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে ঘাতক নজরুল ইসলামকে গ্রেপ্তারের পর বুধবার সকালে ময়মনসিংহ পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান,গত সোমবার রাতে চাঞ্চল্যকর এই হত্যা কান্ড সংঘটিত হওয়ার পর ভালুকা মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশ আসামি গ্রেপ্তারের জন্য তৎপরতা শুরু করে। পরে তথ্য প্রযুক্তির সহযোগিতায় গাজিপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তারের পর তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে জানায়,বড় ভাইয়ের স্ত্রী ময়নার সাথে তার থাকা খাওয়া নিয়ে প্রায়ই কলহ হতো অনেক সময় তার ভাবী তাকে মারধর করতো। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা থাকায় তাকে পুলিশে ধরিয়ে দেয়ার হুমকি দেওয়ায় সে তার ভাবির প্রতি ক্ষুব্ধ হয়ে উঠে আর এ আক্রোশ থেকেই তার ভাবী সহ তার ২ সন্তানকে হত্যা করার পরিকল্পনা করে রবিবার বিকেল থেকেই। পরে মধ্যরাতে গভীর ঘুমে থাকা ভাবীকে ময়নাকে মুখ চেপে ধরে পরে ভাতিজী রাইসা ও নিরবকে গলা কেঁটে হত্যা করে সে বারান্দায় ঘুমিয়ে থাকে। পরে সকালে সে পালিয়ে যায়।
আলোচিত এই হত্যাকান্ড সংগঠিত হওয়ার পর এই হত্যাকান্ডের মূল আসামী নজরুলকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি স্থানীয় এলাকাবাসী সন্তোশ প্রকাশ করে হত্যাকারী নজরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ।
উল্লেখ্য গত সোমবার মধ্যরাতে ভালুকার ৭ নং ওয়ার্ডের টিএনটি মোড় এলাকার হাইয়ুমের বাড়িতে পোষাককর্মী রফিকুলের স্ত্রী ময়না ও তার ২ শিশু সন্তান দেবর নজরুলের হাতে নৃশংসভাবে খুন হয়।
ওই দিন সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ গুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপতালের মর্গে পাঠায়।
পরে এই ঘটনার প্রধান সন্দেহভাজন পোষাক কর্মী রফিকুলের ছোট ভাই নজরুলেক গ্রেপ্তারের তৎপরতা শুরু করেন ।পরে মঙ্গলবার রাতে গাজীপুরের জয়দেব পুরের রেলষ্টশন এলাকা থেক তাকে গ্রেফতার করে ভালুকা মডেল থানায় নিয়ে আসেন পুলিশ। পরে রাতভর তাকে ব্যাপক জিঙগাসাবাদ করলে নজরুল এসব কথা জানায়।
অন্যদিকে ময়না তদন্ত শেষে গতকাল মঙ্গলবার রাতে ময়নার বাবার বাড়ী ভালুকার চান্দাব গ্রামে জানাযা নামাজ শেষে ৩জনের লাশ দাফন করা হয়। ওই সময় এলাকাজুরে নেমে আসে শোকের ছাঁয়া।
কালের সমাজ//এসং.র.ন
আপনার মতামত লিখুন :