ঢাকার মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার প্রতিবাদে এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনায় ফরিদপুরে গায়েবি জানাজা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে ৭ দফা দাবি উত্থাপন করে শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।
আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ২টায় ফরিদপুরের রাজেন্দ্র কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. আশিকুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি শুরু হয়। বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন সরকারি ইয়াসিন কলেজের শিক্ষার্থী তামিম, সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী নাবিল ও সিয়ামসহ আরও অনেক শিক্ষার্থী। শিক্ষার্থীরা তাদের ৭ দফা দাবি তুলে ধরে দ্রুত তা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
কালের সমাজ//এসং.র.ন
আপনার মতামত লিখুন :