রাজধানীর মোহাম্মদপুর এলাকায় গণঅভুত্থান পরবর্তী সময়ে অনেক কিছুই পাল্টে গেছে। ৫ আগস্টের পর আওয়ামী লীগের দোসরদের সঙ্গে নিয়ে বিপথগামী কিছু বিএনপি নেতা নানা অপরাধে জড়িয়ে পড়ছে। দলের প্রভাব খাটিয়ে তারা পারও পেয়ে যাচ্ছে। জানা গেছে, গত ১৮ জুলাই ২০২৫ মোহাম্মদপুর চাঁদ উদ্যান মাঠে পথশিশুদের স্কুলের তালা ভেঙে সেখানে বিএনপির শ্রমিকদলের নেতা পরিচয়ধারী আলী কাউসার পিন্টু, ইব্রাহিম, ফারুক, কামাল মৃধা ও সেলিম রেজারা শ্রমিকদলের অফিস করেন।
অভিযোগ আছে, মোহাম্মদপুর এলাকায় বিএনপি নামধারী এসব শ্রমিক নেতা আওয়ামী লীগের দোসরদের সঙ্গে নিয়ে ইয়াবা, গাজা, ভয়ানক মাদক ব্যবসা করতে থাকে ৫ আগস্টের পর থেকে। এদেরকে এলাকাবাসী কিছু বলতে গেলে ওরা বিএনপির নেতা পরিচয় দেয়।
চিহ্নিত এসব বিএনপি নামধারী অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়ে আসছেন মোহাম্মদপুর এলাকার শান্তিপ্রিয় জনগণ। জানা গেছে, ৫ আগস্টের পর ওরা ভয়ানক অপরাধের গডফাদার হিসেবে পরিচিত ৩৩ নং ওয়ার্ড শ্রমিক নেতা কামাল মৃধা দলের ক্ষমতা খাটিয়ে, যে বাড়িতে ভাড়া থাকে ৫ আগস্ট এর পর থেকে এক টাকাও ভাড়া পরিশোধ করেনি। বাড়িওয়ালা ভাড়া চাইতে গেলে হুমকি দেয়, পুলিশ দিয়ে ধরিয়ে দিবে। মোহাম্মদপুরের স্থানীয় লোকজন বলছেন, এদের মত কর্মীদের কারণেই আজ বিএনপির বিরুদ্ধে নানা সমালোচনা করা হচ্ছে। অবিলম্বে চিহ্নিত এসব অপরাধীকে গ্রেফতারের দাবি জানানো হয়।
কালের সমাজ/হাকা
আপনার মতামত লিখুন :