ঢাকা শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা

কালের সমাজ | স্পোর্টস ডেস্ক জুলাই ১৭, ২০২৫, ০৫:২০ পিএম পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকা পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। এই সিরিজকে সামনে রেখে বৃহস্পতিবার (১৭ জুলাই) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে।


শ্রীলঙ্কা সফরে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজ জয় করে আজ দেশে ফিরেছে বাংলাদেশ দল। তবে খুব বেশি বিশ্রামের সুযোগ পাচ্ছেন না লিটন দাসরা। আগামীকাল থেকেই শুরু হবে পাকিস্তান সিরিজের প্রস্তুতি ক্যাম্প।


বিসিবি জানিয়েছে, লঙ্কানদের বিপক্ষে সিরিজজয়ী দলকেই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামানো হবে। অর্থাৎ আত্মবিশ্বাসে টইটম্বুর ওই স্কোয়াডই থাকছে এই সিরিজে।


আগামী ২০, ২২ ও ২৪ জুলাই মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।


বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।


কালের সমাজ//এসং.র.ন

Side banner
Link copied!