খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে কয়রায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) সকাল ১০টায় উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কয়রা উপজেলা যুবদলের আহ্বায়ক এবং কয়রা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. শরিফুল আলম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, অ্যাড. মোমরেজুল ইসলাম একজন সুপরিচিত রাজনীতিবিদ এবং পেশায় একজন অভিজ্ঞ আইনজীবী। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা উল্লেখযোগ্য। তিনি দীর্ঘদিন কয়রা উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে খুলনা-৬ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
তিনি আরও জানান, সম্প্রতি একটি মহল পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এর অংশ হিসেবে গত ১২ জুলাই ‘প্রতিদিনের খবর’ নামে একটি ফেসবুক আইডি থেকে এবং আরও কয়েকটি আইডি ব্যবহার করে অ্যাড. মোমরেজুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ তথ্যসহ একটি ভিডিও কনটেন্ট ছড়ানো হয়। এতে তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অর্জিত সুনাম নষ্ট করার চেষ্টা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, কিছুদিন আগে মহারাজপুর ইউনিয়ন পরিষদে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থীর এক সভায় স্থানীয় চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। এর প্রতিবাদে উপজেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ করে, যেখানে অ্যাড. মোমরেজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং ঐ চেয়ারম্যানকে অপসারণের দাবি জানান। এ ঘটনার পর থেকেই তাঁকে ও অন্যান্য নেতাকর্মীদের টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, ফেসবুক ভিডিওতে প্রতিবেদক ও তথ্যসূত্র হিসেবে যুবদল নেতা ও প্রেসক্লাব সভাপতি মো. শরিফুল আলমের নামও ব্যবহার করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মোমরেজুল ইসলামের পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, বিএনপি নেতা মনজুরুল আলম, রফিকুল ইসলাম, হারুন অর রশিদ, শহীদুল্লাহ শাহীন, আবুল বাশার ডাবলু, মঞ্জুর মোর্শেদ, গোলাম রসুল, নুর ইসলাম খোকন, ডি এম হেলাল উদ্দীন, রবিউল ইসলাম, এহসানুর রহমান, আবুল কালাম আজাদ কাজল, ইউনুস আলী, আরিফ বিল্লাহ সবুজসহ দলীয় নেতাকর্মীরা।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :