ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

ফরিদপুরে সন্ত্রাসী হামলার শিকার এনসিপি নেতা এস এম জাহিদ হোসেন

কালের সমাজ ফরিদপুর প্রতিনিধি জুলাই ৮, ২০২৫, ০৩:৪০ পিএম ফরিদপুরে সন্ত্রাসী হামলার শিকার এনসিপি নেতা এস এম জাহিদ হোসেন

ফরিদপুর শহরের আলিপুর এলাকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সমন্বয়ক এস এম জাহিদ হোসেন।

 

জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে একদল দুর্বৃত্ত তার নিজ বাসভবনে হামলা চালায়। তারা বাড়ির বাউন্ডারি টপকে ভেতরে ঢুকে কয়েকটি গেটের তালা কেটে দ্বিতীয় তলায় উঠে ব্যাপক তাণ্ডব চালায়।

 

স্থানীয় সূত্র এবং ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী, মধ্যরাতে চার থেকে পাঁচটি গেটের তালা ভেঙে সন্ত্রাসীরা বাড়ির ভেতরে প্রবেশ করে। তারা ধারণা করেছিল, এস এম জাহিদ হোসেন ও তার ছেলে একটি নির্দিষ্ট রুমে ঘুমিয়ে আছেন। সেখানে কাউকে না পেয়ে ঐ রুমসহ অন্যান্য কক্ষ তছনছ করে।

 

একটি রুমের লক বাহির থেকে খুলে তারা তল্লাশি চালায়। জাহিদ হোসেনের রুমের দরজা খোলার চেষ্টা করেও সফল হয়নি, কারণ ভেতর থেকে নিরাপদ লক দেওয়া ছিল। তার ছেলের রুমেও সিটকিনি লাগানো থাকায় তারা সেখানে ঢুকতে পারেনি। ধারণা করা হচ্ছে, পর্দার ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে তারা জাহিদ হোসেনকে দেখতে পায়।

 

ভোরের আজানের সময় এবং আশপাশের মসজিদের মুসল্লিদের চলাচল শুরু হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনার পর ঘুম ভেঙে জাহিদ হোসেন বাইরে এসে দেখতে পান, দরজার সামনে পড়ে আছে একটি নতুন কাঁচি কাটার, বাড়ির গ্রিলের তালাগুলো ভাঙা এবং ঘরের জিনিসপত্র এলোমেলো। ঘটনাস্থলে দুই জোড়া স্যান্ডেল ফেলে যায় হামলাকারীরা।

 

তিনি তাৎক্ষণিকভাবে ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জকে ফোন করলে দারোগা আলমগীরের নেতৃত্বে একটি পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ করে।

 

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি শুধুমাত্র চুরির উদ্দেশ্যে সংঘটিত হয়নি; বরং এটি হতে পারে পরিকল্পিত হত্যাচেষ্টা।

 

এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। তবে তদন্ত অব্যাহত রয়েছে।

 

ঘটনার পর থেকে এনসিপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। দলীয় সূত্রে জানা গেছে, এস এম জাহিদ হোসেন সম্প্রতি রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করছেন।

 

কালের সমাজ/  ফ.প./সাএ


 

Side banner
Link copied!