ফরিদপুরের সদরপুরে খেলাফত মজলিসের শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) সকাল ১০টায় সদরপুর উপজেলা মডেল মসজিদের হলরুমে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।
সভায় সদরপুর উপজেলা খেলাফত মজলিসের ৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মাওলানা সাদেকুর রহমান সিদ্দিকীকে সভাপতি এবং মুফতি মামুনুর রশিদকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা খেলাফত মজলিসের সাবেক সভাপতি মুফতি জাকির হোসেন ফরিদী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আমজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা আবু নাছের আয়ুবী।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সদ্য নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসান, উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শুরা সদস্যবৃন্দ।
আলোচনায় নেতারা সংগঠনের কার্যক্রম বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন এবং ইসলামী আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :