ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

ময়মনসিংহের গৌরীপুরে স্বাস্থ্য কার্ড পেলেন ৪৭ আহত জুলাই যোদ্ধা ।

কালের সমাজ আবুল কালাম আজাদ জুলাই ৮, ২০২৫, ১০:৫৮ এএম ময়মনসিংহের গৌরীপুরে স্বাস্থ্য কার্ড পেলেন ৪৭ আহত জুলাই যোদ্ধা ।

ময়মনসিংহের গৌরীপুরে জুলাই আন্দোলনে আহত ৪৭ জন জুলাই যোদ্ধ। প্রথমধাপে স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য কার্ড পেয়েছেন  ৪৪ জন।  এর আগে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় থেকে পেয়েছেন আরও (৩) তিনজন। 


সোমবার বিকাল ৫টায় গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  আফিয়া আমীন পাপ্পা নিজ কার্যালয়ে এ কার্ড বিতরণ করেন। এসময় ২৯ জন আহত জুলাই যোদ্ধা উপস্থিত থেকে স্বাস্থ্য কার্ড গ্রহণ করেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  আফিয়া আমীন পাপ্পা জানান, প্রথম ধাপে ৪৪ জনকে স্বাস্থ্য কার্ড দেয়া হয়েছে, অন্যরা ক্রমান্বয়ে পাবেন। এ বিষয়ে প্রজ্ঞাপন না থাকলেও আহতদের আমরা হাসপাতাল ও সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সেবা দিচ্ছি।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. রাজেন্দ্র দেবনাথ বলেন- আমরা প্রধম ধাপে ৪৪ জন জুলাই যোদ্ধাদের স্বাস্থ্য কার্ড পেয়েছি, কিন্তু হাসপাতাল থেকে তাদের কোন ধরনের সেবা দেয়া হবে, এ বিষয়ে কোন প্রজ্ঞাপন পাইনি। তবে, জুলাই যোদ্ধারা চিকিৎসার জন্য হাসপাতালে আসলে আমরা সাধ্যমতো ফ্রি চিকিৎসা সেবা দিচ্ছি তা ভবিষ্যতেও অব্যহত থাকবে।


জানা যায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় স্বাস্থ্য কার্ডের মাধ্যমে জুলাই আন্দোলনে আহতরা বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গৌরীপুর প্রধান সমন্বয়ক নূর মোহাম্মদ সিদ্দিকী (রাজন) বলেন- জুলাই আন্দোলনে গৌরীপুরে আহত যোদ্ধা ৬৮ জন। প্রথম ধাপে ৪৪ জনের নামে স্বাস্থ্য কার্ড এসেছে, এর আগে ময়মনসিংহ থেকে পেয়েছেন (৩)তিন জন। কার্ড পেলেও স্বাস্থ্য বিভাগ থেকে আমাদের কি ধরনের সেবা দেয়া হবে, এ বিষয়টি এখনও পরিষ্কার নয়। জুলাই সনদে বিস্তারিত নির্দেশনা থাকার কথা, আমরা জুলাই সনদের অপেক্ষায় আছি।


এসময় উপস্থিত ছিলেন- গৌরীপুর সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা, গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দিবাকর ভাট, আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. রাজেন্দ্র দেবনাথ, প্রধান সমন্বয়ক নূর মোহাম্মদ সিদ্দিকী (রাজন) প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

কালের সমাজ/ আ. কা./ সাএ


 

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!