দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে নিজস্ব ওয়েবসাইট তৈরি ও হালনাগাদ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে এ কাজ সম্পন্ন করতে হবে।
সোমবার (১৪ জুলাই) অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন আঞ্চলিক কার্যালয় ও সব শিক্ষা প্রতিষ্ঠান যাদের নিজস্ব ওয়েবসাইট নেই বা ওয়েবসাইট থাকলেও হালনাগাদ করা হয়নি, তাদেরকে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী জাতীয় তথ্য বাতায়নের (www.bangladesh.gov.bd) আওতায় নিজস্ব ওয়েবসাইট তৈরি ও হালনাগাদ করতে হবে। সরকারি খরচ সাশ্রয়ের স্বার্থে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
ওয়েবসাইটে যেসব তথ্য রাখতে বলা হয়েছে— প্রতিষ্ঠানের পরিচিতি, পাঠদানের অনুমতি ও স্বীকৃতি, শ্রেণি ও লিঙ্গভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা, অনুমোদিত শাখার তথ্য, পাঠদানের তথ্য (শিক্ষক-শিক্ষিকার নাম, রুটিন, পাঠ্যসূচি, নোটিশ ইত্যাদি), এমপিও, যোগাযোগের ঠিকানা ও নম্বর, তথ্য সেবা কেন্দ্র, অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তার তথ্য, প্রতিষ্ঠান প্রধানসহ শিক্ষক-কর্মচারীদের তালিকা এবং ব্যবস্থাপনা কমিটির হালনাগাদ তথ্য।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ওয়েবসাইট হালনাগাদ করে মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) মডিউলে আপলোড করতে হবে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :