ঢাকা সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

তারেক রহমান দেশে ফিরলে বিএনপিতে ত্যাগী নেতাদের মূল্যায়ন হবে: আজমিন জাফর ইকবাল তালুকদার

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক জুলাই ১৪, ২০২৫, ০৪:৩৮ পিএম তারেক রহমান দেশে ফিরলে বিএনপিতে ত্যাগী নেতাদের মূল্যায়ন হবে: আজমিন জাফর ইকবাল তালুকদার

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচারদলের ঢাকা মহানগর সভাপতি আজমিন জাফর ইকবাল তালুকদার বলেছেন, “দেশনায়ক তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। তার প্রত্যাবর্তনের মধ্য দিয়েই বিএনপিতে ত্যাগী ও আদর্শনিষ্ঠ নেতা-কর্মীদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত হবে।”

 

রবিবার (১৩ জুলাই) দৈনিক কালের সমাজ কার্যালয়ে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

 

তিনি অভিযোগ করে বলেন, “বর্তমানে বিএনপির ভেতরে চাটুকার ও সুবিধাবাদীদের রাজত্ব চলছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের বিএনপিতে জায়গা করে দিচ্ছেন বিএনপিরই কিছু অর্থলোভী নেতা। এদের কারণে দেশে নানা অরাজকতা ও দুর্ঘটনা ঘটছে। মব ফ্যাসিজমের পেছনেও এই অপশক্তিগুলোরই হাত রয়েছে।”

 

আজমিন জাফর ইকবাল আরও বলেন, “মব ফ্যাসিজম, সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় সোচ্চার। তিনি স্পষ্টভাবে বলেছেন, বিএনপিতে এসব অপশক্তির কোনো স্থান নেই।”

 

তিনি বলেন, “তরুণ, মেধাবী ও ত্যাগী নেতা-কর্মীদের নিয়েই আগামী দিনে বিএনপিকে ঢেলে সাজানো হবে। তারেক রহমানের নেতৃত্বেই দল আবারও তার সঠিক জায়গায় ফিরে যাবে।”

সাক্ষাৎকার শেষে তিনি বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে দলের আদর্শে অবিচল থাকার আহ্বান জানান।

 

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!