ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

চান্দিনায় প্রেসক্লাবের সদস্যদের সাথে বিএনপি’র সম্ভাব্য প্রার্থীর মতবিনিময় সভা

কালের সমাজ | ওসমান গনি, চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি জুলাই ১২, ২০২৫, ০৭:৩০ পিএম চান্দিনায় প্রেসক্লাবের সদস্যদের সাথে বিএনপি’র সম্ভাব্য প্রার্থীর মতবিনিময় সভা

কুমিল্লার চান্দিনা প্রেস ক্লাবের নব-নির্বাচিত কমিটির সদস্যদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন।

শনিবার (১২ জুলাই) বিকেলে চান্দিনা মধ্য বাজারে একটি রেস্টুরেন্টে কুমিল্লা উত্তর জেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক মো. সফিকুল ইসলাম এর সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- বাংলাদেশ জাতীয়তবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বশির, চান্দিনা প্রেস ক্লাব উপদেষ্টা কাজী আবদুর রাজ্জাক রাশেদ, সাবেক সভাপতি তাহমিদুর রহমান দিদার, সভাপতি রণবীর ঘোষ কিংকর, সাধারণ সম্পাদক মাসুমুর রহমান মাসুদ, সাংগঠনিক সম্পাদক মো. আবদুল বাতেন।

কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম-আহ্বায়ক মো. মঞ্জুরুল আলম মঞ্জু’র সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা প্রেস ক্লাব সহ-সভাপতি মামুনুর রশিদ সরকার, মো. ওসমান গনি, রকিব উদ্দিন ভূইয়া তুহিন, অর্থ সম্পাদক মো. শরীফুল ইসলাম, দপ্তর সম্পাদক আকিবুল ইসলাম হারেছ।

প্রকৌশলী কাজী সাখাওয়াত ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী। এর আগে তিনি ১৯৯১ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ৭ বার কাউন্সিলের মাধ্যমে চান্দিনা উপজেলা যুবদল এর সভাপতি হিসেবে দীর্ঘ ৩১ বছর দায়িত্ব পালন করেন। তিনি কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ১৯৮৬ সালে চান্দিনা উপজেলা ছাত্রদল সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা যুবদল যুগ্ম-আহ্বায়ক মো. শাহজালাল প্রধান, কুমিল্লা উত্তর জেলা তাঁতী দল সদস্য সচিব মো. জসিম উদ্দিন, চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজ শিমুল, কুমিল্লা উত্তর জেলা যুবদল সহ-কোষাধ্যক্ষ মো. রেজাউল আলম সোহেল, চান্দিনা পৌর স্বেচ্ছাসেবক দল যুগ্ম-আহ্বায়ক যুবায়ের আহম্মেদ সুমন, চান্দিনা উপজেলা তাঁতী দল আহ্বায়ক আবুল বাশার মেম্বার, সদস্য সচিব জসিম উদ্দিন, চান্দিনা পৌর ছাত্রদল সাবেক সভাপতি গোলাম মোস্তফা, কাতার শাখা বিএনপি’র যুগ্ম-সম্পাদক বাবুল গাজী, বরকইট ইউনিয়ন তাঁতী দল আহ্বায়ক আবদুল হালিম, যুগ্ম-আহ্বায়ক মো. ফারুক হোসেন, কুমিল্লা উত্তর জেলা কৃষক দল নেতা মুকুল পাটোয়ারি, চান্দিনা পৌর তাঁতী দল আহ্বায়ক বাদল সরকার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল নেতা নাঈমুল ইসলাম তন্ময় প্রমুখ।

কালের সমাজ//এসং.র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!