ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা রয়েছে—এমন ভুয়া তথ্য দিয়ে বিমান চলাচলে বাধা সৃষ্টি করা হয়। পরে র্যাব জানায়, ঘটনাটি ছিল একটি পারিবারিক দ্বন্দ্বের ফল।
র্যাবের মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান শনিবার (১২ জুলাই) সকালে রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে জানান, প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডু যেতে চেয়েছিলেন এক ব্যক্তি। তা জানতে পেরে তার মা, ছেলেকে ঠেকাতে এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন দিয়ে বলেন—বিমানে বোমা আছে।
এতে বিজি-৩৭৩ ফ্লাইটটি স্থগিত করা হয় এবং প্রায় ৩ ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয়। পরে নিশ্চিত হওয়া যায়, ফ্লাইটটিতে কোনো বিস্ফোরক বা বোমা পাওয়া যায়নি।
র্যাব জানায়, এই ঘটনার তদন্তে নেমে এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন বিমানে বোমা থাকার ভুয়া তথ্য দেওয়া নারী, তার ছেলে এবং ছেলের এক বন্ধু—যার কাছ থেকে তিনি কাঠমান্ডু ফ্লাইটের তথ্য জোগাড় করেন।
র্যাব ডিজি বলেন, "এই ঘটনাটি গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে, কারণ এটি বিমান নিরাপত্তা ও যাত্রীদের জীবনের সঙ্গে সংশ্লিষ্ট। এ ধরনের মিথ্যা তথ্য শুধু আতঙ্ক ছড়ায় না, বরং গুরুত্বপূর্ণ নিরাপত্তা সম্পদ ও সময়ও অপচয় করে।"
এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক।
কালের সমাজ//এসং.র.ন
আপনার মতামত লিখুন :