ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

কিছু বিষয় অমীমাংসিত রেখেই শেষ হলো বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার দ্বিতীয় দিন

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক জুলাই ১১, ২০২৫, ১০:১২ এএম কিছু বিষয় অমীমাংসিত রেখেই শেষ হলো বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার দ্বিতীয় দিন

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান তিন দিনের শুল্ক আলোচনা দ্বিতীয় দিনের শেষে এসে কিছু অমীমাংসিত বিষয় রেখেই শেষ হয়েছে। যদিও বেশ কয়েকটি ক্ষেত্রে সমঝোতা হয়েছে, তবুও গুরুত্বপূর্ণ কিছু ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।


ওয়াশিংটন সময় শুক্রবার সকাল ৯টায় শুরু হবে আলোচনার তৃতীয় তথা শেষ দিন।


শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


দ্বিতীয় দিনের আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভ অ্যাম্বাসেডর জেমিসন গ্রিয়ারের একান্ত বৈঠক। ট্রাম্প প্রশাসনের সাবেক এই কর্মকর্তা শুল্কসহ অন্যান্য দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে খোলামেলা আলোচনা করেন। বৈঠকে শেখ বশির উদ্দিন বাংলাদেশের সার্বিক বাণিজ্যিক ও অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরেন।


বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, দেশটি যুক্তরাষ্ট্রে রপ্তানির পাশাপাশি আমদানির পরিমাণও বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ, এবং ইতোমধ্যেই তা শুরু হয়েছে। শুল্ক কাঠামোর ক্ষেত্রে বাংলাদেশ ন্যায্যতা প্রত্যাশা করে, যেন প্রতিযোগিতার পরিবেশ বজায় থাকে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অ্যাম্বাসেডর গ্রিয়ার সহযোগিতার আশ্বাস দেন।


আলোচনায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। সরাসরি উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব ড. নাজনীন কাওসার চৌধুরী। এছাড়া ভার্চুয়ালি যুক্ত ছিলেন সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।


আলোচনার শেষ দিন কী ফলাফল নিয়ে আসে, সেটিই এখন সবচেয়ে বড় প্রত্যাশার বিষয়।


কালের সমাজ//এসং.র.ন

Side banner
Link copied!