বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন বিষয়ক সম্পাদক এবং সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সম্ভাব্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন, "সংসদীয় আসনগুলোকে কালো টাকা, ভোট ডাকাতি ও দুর্নীতি থেকে মুক্ত করতে হলে দেশে অনতিবিলম্বে পিআর (প্রতিনিধিত্বমূলক অনুপাতে) পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন।"
শুক্রবার (৪ জুলাই) বেলা ১১টায় তালা উপজেলার সুভাষিনী বাজারে তার সম্মানে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরে এ সংবর্ধনা দেওয়া হয় তাকে।
অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, “দেশে একটি কার্যকর ও জনবান্ধব সংসদ গড়তে হলে এমন একটি নির্বাচন পদ্ধতির প্রয়োজন, যেখানে জনগণের ভোট অনুযায়ী দলগুলো আসন পাবে। এতে জনপ্রিয়তা অনুযায়ী সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং একটি শক্তিশালী বিরোধী দল গড়ে উঠবে, যা সংসদকে প্রাণবন্ত করবে এবং দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “আমরা এমন একটি সরকার চাই, যেটি একজন ব্যক্তির নির্দেশে নয়, বরং শূরা বা পরামর্শভিত্তিক সিদ্ধান্তে দেশ পরিচালনা করবে। দেশের মানুষকে ভাবতে হবে, ভবিষ্যতের বাংলাদেশ তারা কাদের হাতে তুলে দেবে। যারা সরকারি ক্ষমতায় থেকেও দুর্নীতিমুক্ত থাকতে পেরেছেন, যারা ঘুষ, সন্ত্রাস, ধর্ষণ, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন—তাদেরকেই নির্বাচিত করা উচিত।”
তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে এবং উপজেলা অফিস সেক্রেটারি জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী, সাবেক উপজেলা আমীর ডা. আফতাব উদ্দিন, কুমিরা ইউনিয়নের সাবেক আমীর মাওলানা জাকির হোসেন, উপজেলা শূরা সদস্য মুস্তাফিজুর রহমান, তেঁতুলিয়া ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল হালিম, তালা উপজেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি জামালুল বান্না, পাটকেলঘাটা শিবির সভাপতি মুজাহিদুল ইসলাম প্রমুখ।
কারের সমাজ//এসং//র.ন
আপনার মতামত লিখুন :