ঢাকা সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

শেখ হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক জুলাই ৬, ২০২৫, ০৭:৫০ পিএম শেখ হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ

পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠা সরকারি জমি প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দায়ের হওয়া ছয়টি দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়সহ মোট ১০০ জনকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে সরকারিভাবে গেজেট প্রকাশ করেছে বিজি প্রেস।


৩ জুলাই ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের স্বাক্ষরে এই গেজেট প্রকাশিত হয়।


গেজেটে বলা হয়েছে, যেহেতু এই মামলার আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং আদালতের মতে তারা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে আছেন, তাই ‘ক্রিমিনাল ল’ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ১৯৫৮’ এর ৬(১৩) ধারা অনুসারে আসামিদের আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হলো। অন্যথায় তাদের অনুপস্থিতিতেই বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।


আদালত ১ জুলাই মামলাগুলোর পরবর্তী শুনানির জন্য ২০ জুলাই দিন ধার্য করেছে। দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ছয়টি মামলায় গেজেট প্রকাশের নির্দেশ দেন আদালত। এখন আসামিরা ২০ জুলাইয়ের মধ্যে আদালতে উপস্থিত না হলে অনুপস্থিতিতেই বিচার শুরু হবে।


২০২৪ সালের ১২ থেকে ১৪ জানুয়ারির মধ্যে ছয়টি পৃথক মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, রাদওয়ান মুজিব সিদ্দিক, টিউলিপ সিদ্দিক, পুতুল, আজমিনা সিদ্দিকসহ মোট ১০০ জনকে আসামি করা হয়।


দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এবং এস এম রাশেদুল হাসান মামলাগুলো তদন্ত করেন এবং ১০ মার্চ চার্জশিট আদালতে জমা দেন।


মামলাগুলোর অভিযোগ অনুযায়ী, ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলের সরকারি জমি অবৈধভাবে বরাদ্দ দেওয়া হয়। প্রত্যেকটি মামলায় আসামিদের সংখ্যা ও নাম ভিন্ন হলেও প্রধান আসামি শেখ হাসিনা। তদন্তে বিভিন্ন সময়ে নতুন আসামি যুক্ত হয়ে চার্জশিটের সংখ্যা ১০০ জনে দাঁড়ায়।


এক মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বলা হয়, তিনি ক্ষমতার অপব্যবহার করে আত্মীয়দের নামে সরকারি প্লট বরাদ্দ দিয়েছেন।


সূত্র: বাসস


কালের সমাজ//এসং//র.ন

Side banner

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!