সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা মারা গেছেন। শনিবার (৫ জুলাই) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
এ টি এম শামসুল হুদা ছিলেন দেশের একজন প্রথিতযশা প্রশাসক। ১৯৬৬ সালে তিনি তৎকালীন পাকিস্তান সিভিল সার্ভিসে (সিএসপি) যোগ দেন। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের সদস্য হিসেবে যোগ দেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
পেশাগত জীবনে তিনি বাগেরহাটে মহকুমা প্রশাসক (এসডিও), পানি সম্পদ মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
২০০০ সালে সরকারি চাকরি থেকে অবসরে যান এ টি এম শামসুল হুদা। এরপর ২০০৭ সালে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি এবং তার নেতৃত্বেই ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, যা দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হয়।
এ টি এম শামসুল হুদার মৃত্যুতে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসনিক দক্ষতা ও নির্বাচন পরিচালনার অভিজ্ঞতার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।
একুশে সংবাদ//ঢা.পর.ন
আপনার মতামত লিখুন :